আমাদের কথা খুঁজে নিন

   

eset nod32 Antivirus আজীবন মেয়াদ

Don't know............... আপনারা অনেকে ইসেট নড৩২ এর লাইসেন্স কী খুজেন । লাইসেন্স কী পাইলেও মেয়াদটা কিছুদিন পরেই শেষ হয়ে যায় । আজ আপনাদের এসব মুসিবত থেকে রেহাই দিচ্ছি আমার এই টিউনের মাধ্যমে । প্রথমে নড৩২ এর লেটেস্ট ভার্শন ডাওনলোড করে নিন ৩২ বিট অথবা ৬৪ বিট । এবার ইনিস্টল করে করে রান করুন ।

নড৩২ রান করে Settings এ যান । গিয়ে Real Time File System Protection ডিসেবল করে দেন । তারপরে এই Software টি ডাওনলোড করেন । ডাওনলোড করে রান করুন । এখন Nod সেটিন্সে গিয়ে Real Time File System Protection এনাবল করে দেন ।

দেখবেন আপনার নড৩২ এর লাইসেন্স আপনাআপনি আপডেট হয়ে গেছে । এই Software এর কাজ নড এর লাইসেন্স অটো রিনিউ করা । তার মানে আপনাকের আর লাইসেন্স কী খুজতে হবেনা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।