আমাদের কথা খুঁজে নিন

   

সাহারাপ্রধান সুব্রতর গ্রেপ্তার চেয়ে আবেদন

গাধা একশো বছর বাঁচলেও সিংহ হয় না ভারতের সাহারা শিল্পগোষ্ঠীর প্রধান সুব্রত রায় সাহারা ও অপর দুই পরিচালকের গ্রেপ্তার চেয়ে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। আজ শুক্রবার দেশটির পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (সেবি) এ আবেদন করে। একই সঙ্গে সাহারা গোষ্ঠীর এই তিন শীর্ষ কর্মকর্তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও আবেদন জানানো হয়েছে। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, আদালতের আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ে সাহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট করপোরশেন (এসআইআরইসি) ও সাহারা হাউজিং ইনভেস্টমেন্ট করপোরেশন (এসএইচআইসি) বিনিয়োগকারীদের ২৪ হাজার কোটি রুপি ফেরত দিতে ব্যর্থ হওয়ায় এ আবেদন করেছে সেবি। বাংলাদেশে আবাসন খাতে বিনিয়োগের জন্য গত বছর সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ‘সাহারা ইন্ডিয়া পরিবার’।

যে প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে বিনিয়োগ করা হবে, সেটির নাম রাখা হয়েছে ‘সাহারা মাতৃভূমি উন্নয়ন করপোরেশন লিমিটেড’। বিনিয়োগের পরিমাণ ৮০০ কোটি টাকা। পুরো একটি নতুন শহর গড়ে তোলার এই বিনিয়োগ প্রস্তাবের জন্য ঢাকার আশপাশে অন্তত ১০০ থেকে এক লাখ একর জমি চেয়েছে শিল্পগোষ্ঠীটি। বিচারপতি কে এস রাধাকৃষ্ণের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চে করা আবেদনে সুব্রত রায় সাহারা এবং গোষ্ঠীটির অপর দুই পরিচালক অশোক রায় চৌধুরী ও রবি শঙ্কর দুবাইকে গ্রেপ্তারের নির্দেশনা চেয়েছে সেবি। একই সঙ্গে তাঁদের পাসপোর্ট সুপ্রিম কোর্টে জমা রাখারও নির্দেশনা চাওয়া হয়েছে।

সূত্রঃ প্রথম আলো  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.