আমাদের কথা খুঁজে নিন

   

দেশ ভাবনাঃ প্রসঙ্গ নারী মুক্তিঃ মেয়েরাই কেন একা “গার্হস্থ বিজ্ঞান” পড়বে, ছেলেরা কেন পড়বে না ?

মেয়েরাই কেন একা “গার্হস্থ বিজ্ঞান” পড়বে, ছেলেরা কেন পড়বে না ? তাদের কি সংসারের কাজকর্ম, পারিবারিক সম্পর্ক, সন্তানের লালন পালন ইত্যাদি বিষয়ে শেখার প্রয়োজন নেই ? এই সব বিষয়ে কি তাদের দায়িত্ব নেই ? কি হাস্যকর । আবার এই “গার্হস্থ বিজ্ঞান” ও মেয়েদের জন্য একটি “ঐচ্ছিক” বিষয় । আমার প্রশ্ন এটা কেন বাধ্যতামূলক নয় ছেলে মেয়ে সবার জন্য ? মেয়েদের পিছিয়ে থাকার জন্য আমরা শুধু ধর্মের বেশাত যারা করে তাদেরকে দোষ দিয়েই খালাস । “শিক্ষা মন্ত্রনালয়” অথবা “শিক্ষা বিভাগ” তাদেরকে ও কি ধর্ম বেঁধে রেখেছে ? আমাদের সমাজে ধারনাটাই এমন যে মেয়েরা সংসার করবে আর ছেলেরা চাকুরী করবে, ব্যবসা করবে । এতদিন আমাদের মায়ের সময় পর্যন্ত সমস্যাটা অতটা বোঝা যায় নি ।

এখন যখন মেয়েরা বেরুচ্ছে প্রতি ঘরে ঘরে, সমস্যাটা এসে যাচ্ছে সেই সব সংসারে । স্ত্রী ব্যবসা অথবা চাকুরী করে এসে আবার পুরো সংসারের সব কিছু সামলাচ্ছে । উদারমনা পুরুষ অনেক সময়ই তখন সাহায্যের হাত বাড়াচ্ছে অথবা গ্রহণযোগ্য পর্যায়ে সহযোগিতা করছে । কিন্তু বেশীরভাগ সংসারেই ধীরে ধীরে অভিযোগের বিষবাস্প জমা হচ্ছে, বিস্ফোরণ ঘটছে আর অশান্তি ঘটছে । এতে কিন্তু ঐ ছেলেদের ও দোষ নেই ।

যে ছেলের মা তার সব কাজ করে দিয়েছে সারা জীবন, এরপর করেছে বোন । তাকে সংসারের কোন কাজ কখনো করতে হয় নি, সংসারের কাজ সম্পর্কে তার ধারনা ও নেই । তাকে কি দোষ দেয়া যাবে ? সে তো সংসারের কাজ সম্পর্কে বোঝার পরিবেশই পায় নি । খুব, খুব কম মা ই তার ছেলেকে সংসারের কাজ শেখান । কিন্তু তারা মেয়েকে রান্নাবান্না সহ সব কাজ শেখাতে চেষ্টা করেন ।

আমার কাছে মনে হয় আসলে নারীমুক্তির জন্য যত আন্দোলন সংগ্রাম আর যা কিছু অর্জন তা অনেকটাই যেন তাচ্ছিল্য এর সঙ্গে পুরুষের কিছু “ছাড়” দেয়া ছাড়া আর কিছুই নয় । এর কারন হল আমাদের সমাজ পুরুষকে সেভাবে তৈরী করেনি যে সে নারীকে সম্মান করবে । পুরুষ শুধু “মা” আর “বোন” সম্পর্কটার মধ্যে লালিত হয় বলে নারীকে যা কিছু সম্মান করতে শেখে । আর মানুষকে যা শেখাবেন মানুষতো তাই । মানুষের পরিবার, সমাজ, বিদ্যালয় মানুষকে যা শেখাবে মানুষ তো সাধারনভাবে তাই ।

কিছু মানুষ এর বাইরে শেখে তার নিজের উদ্যোগে । কিন্তু সেটা হল “কিছু” মানুষ । “সমষ্টি” নয় । এই সমষ্টিকে শেখাতে হবে পরিবার ও বিদ্যালয়ের যৌথ চেষ্টায় । আর সে জন্যই প্রতিটি মাকে তার ছেলে সন্তানকে সংসারের যাবতীয় কাজকর্ম শেখাতে হবে ।

আর বিদ্যালয়ে “গার্হস্থ বিজ্ঞান” শেখাতে হবে শ্রেণীর “level” অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় থেকেই । তাহলেই দেখবেন ঐ ভাবে বেড়ে ওঠা সেই প্রজন্মের কাছ থেকে আপনাকে “তাচ্ছিল্য” ভরে “ছাড়” নিয়ে “নারীর মর্যাদা” আদায় করতে হবে না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।