আমাদের কথা খুঁজে নিন

   

আজব কান্ড

শাদা পরচুল অন্ধকার চলন্ত যে ট্রাম, ................গতি দূরদম- ............ অশান্ত এ ধরাধাম!........... মধু মাখা স্মৃতি,..............কল্পনারি প্রীতি- .............হল ভুল করা গীতি! হস্তির ও স্বর,................পল্লব মর্মর- .............হল আর্তচিৎকার! নূপুর নিক্কণ,.................ভ্রমর গুঞ্জণ- .............ভুলল স্বপ্নোচ্চারণ! হৃদয় বিহঙ্গ,.................হল নিঃসঙ্গ- .............সব কিছু হল ভঙ্গ! সব লন্ড ভন্ড,...............হল শুধু পন্ড- ............একোন আজব কান্ড! তাং:১৭ অক্টোবর ২০০৬ এই লেখার মানে কি ?? অনেক প্রশ্ন উঠবে, আগেই উত্তর দেই । সব কবিতার অর্থ হয় না । কবিতা বোঝার জন্য যারা ব্লগে কবিতা পড়েন, তাদের কবিতা অনুভব করার ক্ষমতা নেই । এসব কথা বলে আমি আমার কবিতার সাফাই গাইছি এমন নয় । এই কথা গুলো বলা শিল্পবোধ বিষয়ে আলোচনার জন্য ।

সবাইকে আহবান । উৎসর্গ : এই কবিতাটা আমি দু:খ বিলাসী ব্লগার ব্লগী তানিম কে উৎসর্গ করছি । ব্লগে তার অনেক বলার ছিল, অনেক কিছু করার ইচ্ছা ছিল । প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহারের ইচ্ছা ছিল । কিন্তু সবার প্রেজেন্টেশন একরকম নয় ।

তার বলার ভঙ্গি অনেক কে আহত করেছে হয়ত বা । কিন্তু তিনি ব্লগার হিসেবে ব্যর্থ এমন টা ভাবাটাই সকলের জন্য মঙ্গল । তার লেখনী আরো ক্ষুরধার হোক । ভাল থাক মিতা । বি.দ্র : আজ আমার মনটা খুব খারাপ ।

কেউ কি আমাকে বলবে ব্লগে কারো কোন লেখা পড়ে তার মন ভাল হয়েছে কিনা ?? হলে সেই পোস্ট টা কি ?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।