আমাদের কথা খুঁজে নিন

   

মোহনগঞ্জে রেলের উচ্ছেদ অভিযান

সোমবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা নাগাদ এ অভিযান চালানো হয়।
এ সময় স্টেশন এলাকায় রেলের জমিতে গড়ে ওঠা একটি কাঁচা বাজার, দুই শতাধিক দোকান ও ৬০টি বসতবাড়ি উচ্ছেদ করা হয় বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী।
নেত্রকোনা রেলওয়ের স্টেশন মাস্টার রাফি উদ্দিন জানান, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতীতে এক জনসভায় ঢাকা-নেত্রকোনা রেলপথে একটি আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন।
তারই অংশ হিসেবে কিছুদিনের মধ্যেই ‘কংস’ নামে আন্তঃনগর ট্রেনটি চালু হতে যাচ্ছে। এজন্য এ রেলপথে ১৯০ কোটি টাকার উন্নয়ন কাজও করা হয়েছে, বলেন  তিনি।
রেল বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন রেলওয়ের রাজস্ব বিভাগের সার্কেল কর্মকর্তা শরীফ মজুমদার, সহকারী স্টেট কর্মকর্তা কাজী মো. হাবিবুল্লাহ, গৌরীপুর জংশন রেলের আইডব্লিউ কর্মকর্তা মো. নুরুন্নবী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী, সহকারী পুলিশ সুপার মো. রবিউল্লাহ ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।