আমাদের কথা খুঁজে নিন

   

যে সানাই বাজলো মিলনের সুরে সুরে

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে যে সানাই বাজলো মিলনের সুরে সুরে মধুর মিলন হলো জীবনে তোমার সে সানাই বেদনায় ভাংলো হৃদয় আজ থেকে তুমি আর নও তো আমার। বন্চিত ভালবাসা কেঁদে মরে বুকেরই ভিতর আমি আজ সাথী হারা তুমি পেলে সুখেরই বাসর তোমার এ সুখ হউক চিরদিনের রইলো আমার সুভকামনা। যে সানাই বাজলো মিলনের সুরে সুরে মধুর মিলন হলো জীবনে তোমার। হাত ছুঁয়ে বলেছিলে যুগেযুগে তুমি যে আমার ভাবিনি তো কোনদিনও মিছে হবে সে কথা তোমার। অবুঝ এ মন তাই কেঁদে ওঠে অশ্রু কোন বাধা মানেনা। যে সানাই বাজলো মিলনের সুরে সুরে মধুর মিলন হলো জীবনে তোমার ইতি তোমার ভালবাসার ভিখারী মামুন খাঁন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।