আমাদের কথা খুঁজে নিন

   

রুপসা০০৭ থামলে ভালো লাগে, পেমেন্ট নেন ভালো কথা একটু খেটে খান।

অনেকগুলো পোস্ট ড্রাফটে নিলাম বিশেষ কারণে সামুতে আজকাল নিয়মিত লেখা হয় না। মাঝে মাঝে পড়া হয়। কিন্তু রুপসা০০৭ এর কান্ড দেখে থামতে পারছি না। এই মুহুর্তে তার প্রথম পাতায় পোস্ট সংখ্যা চার । উনার যে মেধার বিস্ফোরণ হয়েছে ব্যাপারটা তাও না।

সবই কপিপেস্ট। ব্লগার পরিসংখ্যানঃ পোস্ট করেছেন: ২১৭টি মন্তব্য করেছেন: ২৭টি মন্তব্য পেয়েছেন: ৫৩৮টি ব্লগ লিখেছেন: ১০ মাস ৩ সপ্তাহ ব্লগটি মোট ২২৮১৩ বার দেখা হয়েছে তবে অনেক পোস্টই ড্রাফটে আছে বলে হিট সংখ্যা থেকে সিদ্ধান্তে আসা যায়। তারা প্রকৃত পোস্ট সংখ্যা ৫০০ এর অধিক হবে বলে মনে করি। এমনকি তা হাজারো ছাড়াতে পারে !! উনি একটি বিশেষ দলের হয়ে লিখেন। তবে তা উল্লেখ করে রাজনৈতিক বিতর্কে যেতে চাই না।

উনার নিজের একটা পছন্দ থাকতেই পারে। কিন্তু সামুর মডারেশন কিভাবে এটা এলাউ করে এক সাথে ৪ টা পোস্ট । অনেকে পুরা সপ্তাহ খেটে একটা পোস্ট বানান আর উনি এখান ওখান থেকে উনার দলের পক্ষে যায় এমন লেখা কপি করে মেরে দেন। নিকটির একটিভিটি থেকে এই ধারণায় আসা যায় এটি কোন ভাদাইম্যা চালায়। তবে নিজের খেয়ে পরের মোষ তাড়ানোর ব্যাপার এটা না।

উনার কন্টেন্ট এতোই নিম্নমানের যে তা আলোচনায় আনতে মনে সায় দেয় না। বরং ধরেই নেয়া যায় নির্দিষ্ট সম্মানীর বিনিময়ে এই অপকম্মটি সে করছে। একটা প্রস্তাবঃ সারাদিনে কোন ব্লগারকে দুইটির বেশী পোস্ট দেয়ার সুবিধা রহিত করা হোক। আর প্রথম পাতায় কারো যেন একাধিক পোস্ট না থাকে। [ তাড়াহুড়া করে লেখা, বানান ভুল মার্জনীয় ] ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।