আমাদের কথা খুঁজে নিন

   

সলঙ্গায় দুগ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত ১৫

সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া ও আলোকদিয়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকানে ভাংচুরও করা হয়।
পরে র‌্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, পাঁচলিয়া গ্রামের বাবলু ও সামাদ বাজারে যাতায়াতের একটি পথে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন।
এ ঘটনার প্রতিবাদ করলে শনিবার পাঁচলিয়া গ্রামের লোকজন আলোকদিয়া গ্রামের শুকুর আলীকে মারপিট করে।


সোমবার সকালে বিষয়টি নিয়ে শালিস বৈঠক হওয়া কথা ছিল। কিন্ত তার আগেই দুই গ্রামের লোকজন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাঁচলিয়া বাজারে অন্তত ১৫টি দোকান ভাংচুর করা হয়।
সংঘর্ষে আলোকদিয়া গ্রামের বাবলু, সামাদ ও পাঁচলিয়া গ্রামের হান্নান, হায়দার, সাইফুল, নুরু, তোতা ও পলাশসহ অন্তত ১৫ জন আহত হয়। এদের মধ্যে হান্নান ও হায়দার আলীকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।


এসআই মোস্তাফিজুর জানান, পরে পুলিশ ও র‌্যাব গিয়ে ২০-২৫ রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।