আমাদের কথা খুঁজে নিন

   

নীলমেঘের ফোনালাপ

---হ্যালো ---হ্যালো শুনতে পাচ্ছ? --হ্যালো .।ধ্যাত কি জঘন্য এই টেলিটকের নেটওয়ার্ক..। -----হ্যালো বুবি। হমম বাসায় আসছি, ---- রমনা দিয়ে হেটে আসতে কতক্ষন আর লাগে? ---আরেহ সারাদিন আফিস তো কি হৈসে এই টুকু হাটলে আমি টায়ার্ড হইনা। -------না না তোমাকে হাটতে হবে না , এমনিতে ফ্লাট প্লেট আর ফ্লাট হতে হবে না। --------------বুবি আমাকে মনে করায় দিও আজকে ডিজাইনটা শেষ করে ফেলব , কেমন? ----নারে আমার কষ্ট হয়না , এইত এই বছরটা আমরা কষ্ট করব, এর পর দেখ সব গুছাই ফেলব, চিন্তা করনা তোমাকেও সিস্টেম করা হবে। হে হে তুমি যে কি সেটা তো আমি জানি। -- খাইছ বুবি? ---দেখনা কোথাও বসা যায়না দাড়ানো যায়না, তোমাকে ভাল করে দেখতেও পারলাম না। -- আজকে ঐ পিচ্চি মেয়েটাকে কি সুন্দর লাগতেছিল তাইনা? এই পচা মেয়ে আমাকে একটা মেয়ে দিও, কেমন? ---আমাকে দেখে আজকে মন ভরছে? --আমার? নাহ? মন ভরে না? ---এই পচা মেয়ে আমাকে বলবে না? --বলো না. শুনতে ইচ্ছা করে অনেক, বলো আমাকে. ---হমমম . এখন মন ভরছে। --- এই বুবি একটা কথা শুনবে? --- " তে আমো"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.