আমাদের কথা খুঁজে নিন

   

পরোজোনমো পরোজোনমো স্লোগানে

শুচি সৈয়দ প্ (আমারদেশ চিত্রমালার কবি আলোকচিত্রী আমানুল হক। প্রয়াত শওকত ওসমান যাঁকে ‘আলোকচিত্র শিল্পাচার্য’ বলে অভিহিত করতেন। শাহবাগ প্রজš§ চত্বরের শহীদ রাজীব ও শান্তকে) ঊনিশ শ’ বায়ান্নর রক্তে নক্ষত্রফোটা দিনে মায়ের মুখের ভাষা মুক্ত রাখতে ঘাতকের বুলেটের বিরুদ্ধে যারা এক একটি পারিজাত হয়েছিলÑ আপনি তাদের স্মৃতিচিহ্নের ছাপ তুলে রেখেছিলেন সাদা-কালো রঙেÑ ‘রাষ্ট্রভাষা বাংলা চাই। ’ আবার ঊনসত্তরের প্রবল দাবানলের অগ্নিময় উত্থানের মুখচ্ছবি সাদা-কালো রঙে এঁকেছিলেন রেসকোর্সের সেই জনসমুদ্রের, যেখানে কোটিপ্রাণ জেগেছিল দেশ মাতৃকার মুক্তির দৃঢ় প্রত্যয়েÑ ‘এবারের সংগ্রাম। আমাদের স্বাধীনতার সংগ্রাম।

এবারের সংগ্রাম। আমাদের মুক্তির সংগ্রাম। ’ আর আজ আপনার শিয়রে জনসমুদ্রের উর্মিমুখর স্লোগানে দ্রোহের আগুনে জেগে উঠেছে শাহবাগÑ ‘মাতৃ হন্তারকের ফাঁসি চাই, ফাঁসি চাই বিশ্বাসঘাতক, যুদ্ধাপরাধীদের, ফাঁসি চাই যারা আজও মাতৃভূমির বিরুদ্ধে। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই রাজাকারের ফাঁসি চাই। ’ জীবন সায়াহ্নে আপনি উজ্জীবিত সেই প্রাণোদ্দীপ্ত স্লোগানে প্রজš§ চত্বর হয়ে শহীদ মিনারে ছোট্ট শৌমিকের মতো চঞ্চল পায়ে দৌড়ে বেড়াচ্ছেন জনসাগরের এ প্রান্ত-ও প্রান্ত! আমারদেশ চিত্রমালার কবি আপনি নিজেই হয়তো কবিতা হয়ে উঠবেন Ñঅরূপের ক্যামেরায়।

চিরভাস্বর শাহবাগের কোটিপ্রাণের স্লোগানে। ঢাকা, ১৪-২-১৩, ১৬-২-১৩ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.