কালের কণ্ঠে মুজাহিদদের ছবি দেখলাম। দেখলাম তাদের জিহাদি তৎপরতা। গারি ও অফিস ভাংচুর। আবার পাড়ার মানুষ ও ছাত্র লিগের উত্তম মাদ্ধম খেয়ে 'মরণজয়ী মুজাহিদে'র হাত জোর করে ক্ষমা চাওয়ার ছবি। আমি জানি একদিন এই হাত জোর করে ক্ষমা চাওয়া 'মরণজয়ী মুজাহিদ' আমাদের মহল্লার মসজিদের ইমাম সাহেব হয়ে যেতে পারে, হয়তো আমরা তাকে চিনতে পারবোনা সেও ইমানি দায়িত্ব মনে করে তা গোপন রাখবে এই ইমানি দায়িত্বর জন্নে তারা কত কি যে গোপন রাখে আল্লাহ মাবুদ ই জানেন! তাই মাদ্রাসা মসজিদ পরিচালনা কমিটির সাথে যারা জড়িত আছেন তারা দয়া করে ইমাম মুয়াজ্জিন খাদেম মৌলভি নিয়গের সময় একটু খোঁজ খবর নিবেন। কারন সে কি কোন কিছু গোপন করছে বা গোপন কার্যকলাপের সাথে জড়িত কিনা। কারন আমরা তাদের হরকাতুল জিহাদ জেএমবি ও হরতালে সহিংস কার্যকলাপে দেখতে পাচ্ছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।