দেশ বিরোধী যে কেউ এই ব্লগে ডুকবিনা। আমার এক কলিগ বলছিলো ওর বন্ধুরা নাকি বলা বলি করছে ওর চাদ কপাল। ও এখন ব্যকুল কখন ওর কপালে সাঈদীকে দেখা যাবে। সবাই তখন ওকে দেখতে ভীর করবে। ইন্টারনেটে ওর ফডু দিবো।
কথাটা শুনার পর আমিতো ওর থেকে বেশি ব্যকুল হয়ে আছি। সৌভাগ্য বশত আমার কলিগটা বসে আমার সামনে র আমি প্রতি ঘন্টায় ওর কপাল ফলো করছি কখন সাঈদী কে দেখা যাবে। আগের বার দেখতে না পেরে যার পর নাই আমি ব্যাথিত হয়েছিলাম কিন্তু এবার আমি এই সোনালী সুযোগ হারাবোনা। সবাই দোয়া করবেন যাতে আমি কামিয়াব হই। আর আপনাদের জণ্য আমি ফডু সহ আপডেট দিবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।