সোমবার গৌরনদী থানার ওসিকে এ নির্দেশ দিয়েছেন বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মোস্তাফিজুর রহমান।
রোববার রাতে স্বপন এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি ও শরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন মিলনসহ অজ্ঞাতনামা একশ জনকে আসামি করে মামলা দায়ের করেন উপজেলা কৃষক লীগের সভাপতি দেলোয়ার হোসেন।
মামলায় তাদের বিরুদ্ধে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী থানার ওসি আবুল কালাম।
বরিশালের পুলিশ সুপার এ কে এম এহ্সান উল্ল্যাহ বলেন, অস্টম জাতীয় সংসদ নির্বাচনের পর বরিশালের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটে।
“ওই ঘটনায় বর্তমান সরকার ক্ষমতায় এসে একটি কমিশন করে। ক্ষতিগ্রস্তরা তখন কমিশনের কাছে সাক্ষ্য দেয়। তারা এখন মামলা দায়ের করছে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।