স্পেশাল এডিটর : পচামিয়া
০৯.০৭.২০১১
কৃষিমন্ত্রি মতিয়া চৌধুরির ঘোষনা সব ছাত্ররই জমি চাষ করা বাধ্যতামুলক করা হবে ।
দেশ ও জাতির প্রতি মতিয়া চৌধুরির অবদান কারও ভোলার কথা নয় । তিনি এবার দৈনিক পচাশুটকির সাথে বিশেষ সাক্ষাৎকারে এ ঘোষনা দেন ।
সাক্ষাৎকারের লোলুপ অংশুটুকু এখানে প্রকাশ করা হল ।
তবে তার আগে সাক্ষৎকারের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলা আপনাদের জানানো দরকার ।
কিছুদিন ধরে চ্যানেল আইয়ে একটা অনুষ্ঠান হচ্ছে । প্রতিদিন খবরে সেটা নিয়ে একটা রিপোর্টও থাকে । দুইটা প্রাইভেট বিশ্বদ্যালয়ের ২ জন করে শিক্ষির্থীরা জমিতে ধান চাষ করে এবং দৈনিক মজুরি হিসাবে যে টাকা পাবে তা দিয়ে তাদের সংসার চালাতে হবে । এতে দুই গ্রুপেই থাকে ১ জন ছেলে আর একজন মেয়ে । {১০০ টাকায় ১ পোলা (১ গ্রুপের ১ পোলা ড্রাম সাইজ) ও ১ মাইয়া কেমনে ১ দিন খাবে সেটা দেখার বিষয় আপনাদের না} ।
এ নিয়ে গ্রামের মানুষের মধ্য বেশ চাঞ্চল্য দেখা গেছে । সবাই নিজেদের কাজ ফেলে জমিতে কি করে তারা জমি চাষ করছে তা দেখতে গ্রামের মানুষদের মধ্যে সারা পরে গেছে ।
এর কারন জানতে চাইলে গ্রামের জৈনিক প্যাকেট আলি বলেন জিনসের প্যান্ট পরে, কানে সুন্দর দুল লাগিয়ে, একটা স্মার্ট ফতুয়া পরে এর আগে কোন মেয়েকে তারা নাকি জমিতে ধান লাগাতে দেখেনি ।
রিক্সাচালক নাদানের কাছে তার উৎসাহের কারন জানতে চাইলে তিনি বলেন আমরা জমিতে কাম করলে কাদা লাগে পায়ের হাটুতে আর হাতে কিন্তু কিন্তু ১ পোলার পিঠে আর কাধে কাদা লেগেছে । এসব নাকি টিভিতেও ফোকাস করে দেখানো হয়ছে তা দেখেন মি. নাদান বড়ই আশ্চার্য হয়েছেন ।
আমাদের দুই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চ্যানেল আইয়ের এ সাহসি উদ্যেকের কথা কৃষিমন্ত্রি মতিয়া চৌধুরির নজরে আনলে তিনি খুসিতে আত্ত্বহারা হয়ে যান । তিনি বলেন চ্যানেল আইয়ের এ সাহসী উদ্যোগ বাঙ্গালি জাতি চিরদিন স্বরন রাখবে । তিনি সঙ্গে সঙ্গে ঘোষনা দেন এ সরকারের আমলেই সব ছাত্ররই জমি চাষ করা বাধ্যতামুলক করা হবে ।
তিনি তার অতীত কর্মের অবদানের কথা স্বরন করে বলেন আমি দেশের কৃষকদের কথা ভেবে নিজের স্বামিকেও অন্য জায়গায় বিয়ে দিয়েছিলাম । আমি আমার নিজের সব কিছু উজার করে দিয়েছিলাম জমি উর্বর করার কাজে ।
তাই ছাত্ররাই যাতে কৃষকদের সব কাজ করে দেয় সেদিকেই আমার দৃষ্টি থাকবে ।
বিরোধিদল এ কাজের বিরোধিতা করলে আপনার বক্তব্য কি হবে ?
বিরোধিদল তো এ কাজের বিরোধিতা করবেই কেননা যুদ্ধঅপরাধিদের বাচানোর অপচেস্টা, তারেক রহমানের দূর্নিতি ঢাকার অপচেস্টা আর দেশে অরাজকতা তারা তো সৃষ্টি করবেই । দেশের ভাল কাজ তারা তো দেখতে পারে না ।
কৃষকরা সঠিক ধানের দাম পাচ্ছে না আবার চালের দাম চড়া এ ব্যাপারে আপনার মত কি ?
আপনার কথা ঠিক না । কৃষকরা তো এখন ৪ বেলা খেতে পায় ।
অনেক কৃষক আবার মাছ-মাংস ছাড়া ভাতও খাই না ।
এসব বলে আপনাদের দলের কৃষক ?
কৃষকরা দল মতের উর্ধ্বে । আমি গোগালগন্জের প্রতিটা গ্রামে এ উন্নতি দেখেছি । তাহলে এখন আপনিই বলেন নিজের চোখে দেখেও আমি কি মিথ্যা বলব কৃষকরা মাছ-মাংস ছারা ভাত খায় !!
দৈনিক পচাশুটকিতে প্রকাশিত সকল ঘটনা ও চরিত্র কাল্পনিক । কারো সঙ্গে মিলে গেলে তা নিতান্তই কাকতালিয় ।
এর জন্য পচাশুটকি কোনভাবেই দায়ি থাকিবে না ।
পূর্বের প্রকাশিত রিপোর্ট ।
অবশেষে বিয়ে করতে রাজি হলেন সাহারা খাতুন : দৈনিক পচাশুটকি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।