আহসান জামান শঙ্খধ্বণিতে গেঁথে রেখো একেলা পড়ে থাকা নিঃসঙ্গ পালকের দীর্ঘশ্বাস। বিষণ্ন বিকেলে বোনা স্বপ্নচোখ; স্থিরচাউনীর উদাসীনতায় এক-একটা-আকাশ তুমি জড়িয়ে রেখো শঙ্খভাঁজে। ক্ষোভের আলোয় পোড়া অন্ধকার, কার্নিশের কালো কাকের বেসুর ভুলে; এইসব ভীড়ের ভিতর তুমি আড়চোখে পড়ে নিও তুমুল বৃষ্টিরাতে; আমার কান্না আর শঙ্খধ্বণিরা তখন অভিন্ন স্রোতে হেঁটে যাবে তোমার সারাদেহে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।