... খবরটি দেখে চমকে উঠেছিলাম কারন প্রথম আলোর মত জাতীয় পত্রিকাতে যখন দেখলাম এটি...
পাখিটি যখন হিন্দী বলে তখন এটি হতে পারে ভারতের কোনো গোয়েন্দাগিরি কাজ আর এটা নিয়ে বিরোধী দল ইস্যু তৈরী করতে পারে.... বলতে পারে ইহাকে রিমান্ডে নেয় হোক.. ভারত থেকে এটাকে পাঠানো হয়েছে....
- মন্তব্যটি আমাদের রাজনৈতিক সংস্কৃতি থেকে বললাম।
একটি ময়না পাখির মালিকানা নিয়ে বিপত্তিতে পড়েছে পুলিশ। মালিককে খুঁজে না পাওয়ায় এর আশ্রয় মিলেছে সাতক্ষীরার কলারোয়া থানার হাজতখানায়। গত বুধবার দুপুরে কলারোয়া উপজেলার গদখালী গ্রাম থেকে এক স্কুলছাত্র এটি ধরে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল থেকে পথহারা ময়নাটি কলারোয়া পৌর সদরের গদখালীতে আশ্রয় খুঁজছিল।
বেলা দুইটার দিকে ওই গ্রামের নাহিদ হোসেন (১৪) কৌশলে এটিকে ঘুমের বড়িমিশ্রিত খাবার খেতে দেয়। পরে ঘুমতাড়িত পাখিটি গ্রামের জিল্লুর রহমানের উঠানে বসলে তাঁর ছেলে স্কুলছাত্র আল শাহারিয়ার (১২) সেটিকে ধরে ফেলে।
নাহিদ হোসেনের বাবা মোসলেম আলী এবং আল শাহারিয়ারের বাবা জিল্লুর রহমান পাখিটিকে নিজেদের বলে দাবি করতে থাকেন। এ নিয়ে শুরু হয় বাগিবতণ্ডা। এ অবস্থায় বিষয়টি জানতে পেরে পুলিশ পাখিটি উদ্ধার করে কলারোয়া থানায় নিয়ে যায়।
ময়নার আশ্রয় হয় থানার হাজতখানায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, পাখিটি হিন্দিতে কথা বলে, বাংলায় নয়। বর্তমানে পাখিটি সুস্থ আছে। বন বিভাগের মাধ্যমে এটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সূত্রঃ এখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।