আমাদের কথা খুঁজে নিন

   

ছোটোবেলায় লোডশেডিং

আমি আমার মতই বাঁচি, আমি বিহঙ্গ, নিঃসঙ্গ পাখি । ছোটোবেলায় লোডশেডিং মানে ছিলো হটাত পাওয়া এক টুকরা আনন্দের মত । কারেন্ট চলে গেলে আর এক মুহুর্ত পড়ার টেবিলে বসে থাকা নয় । হৈ হৈ করতে করতে বাসা থেকে বের হয়ে আসতাম, আরো সাথে সাথে বের হয়ে আসতো আশে পাশের বাসার সব পোলাপান । শুরু হতো লুকোচুরি খেলা ।

বাসার মা-ঠাকুরমারা বের হয়ে বসতো উঠোনে, হাটে তাল পাখা নিয়ে । গপ্পোবাজ দুই একজন কাকীও হাজির হতো । শুরু হতো ইনাদের গপ্পের আসর । বাবা সব দিন বাসায় থাকতো না । যেদিন থাকতো, বারান্দার এক কোণায় বসে গুণ গুণ করতে সুর ধরতো, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা ।

মাঝে মাঝে কাকা হারমোনিয়াম আর তবলা নিয়ে শুরু করতো গান, ধিতাং ধিতাং বোলে, কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় । এই আনন্দের মধ্যেও মাঝে মাঝে চলতো আম, পেয়ারা, করমচা, কাগজী লেবু চুরির মিশন । যখন গান, গপ্পো, খেলা চলছে পুরোদমে তখন হটাত করেই চলে আসতো ইলেক্ট্রিসিটি । মা শুরু করে দিত ডাকাডাকি । কি আর করা, মান খারাপ করে ফিরতাম বাসায় ।

বাসায় ঢুকেই দুই ভাই দৌড়ে যেতাম মোমবাতির কাছে ফুঁ দিয়ে নিভানোর জন্য । কারণ যে মোমবাতি নেভাবে তার হ্যাপি বার্থ ডে, অন্য জনের না । আর তারপর আপেক্ষায় থাকতাম আবার কবে লোডশেডিং হবে । চাওয়ার মত চাইলে নাকি কোনো ইচ্ছেই অপুর্ণ থাকে না । সেটা এখন বুঝতে পারছি ।

ছোটো বেলার এই চাওয়া এখন ঘণ্টায় ঘন্টায় পূরণ হচ্ছে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.