আমার কথা পেন ড্রাইভে ভর করেছে কপি অব শর্টকাট ভাইরাস।
যতবারই ফরমেট দিই ততবারই ফিরে আসে। কীভাবে দূর করা যায়?
এর আগেও একবার এমন হয়েছিল তখন উইন্ডোজ রিইন্সটল দিয়ে ঠিক করেছিলাম।
(দয়া করে লিনাক্সে যাবার পরামর্শ নিয়ে কেউ আসবেন না। এটা অন্য জিনিস।
)
এবার সমাধান:
আমি যেভাবে করেছি। আরিফ এর (কমেন্টে আছে) পরামর্শ মতো।
উইন্ডোজ রিইন্সটল দেন। যদি রিইন্সটল না নেয় তবে সি ড্রাইভ ফরমেট অথবা অন্য কোন ডিস্ক থেকে বা অন্য ভার্সন দেন। অনেকে এটাকে অবাক করা কথা ভাবতে পারেন।
কিন্তু রিইন্সটল নাও নিতে পারে।
রান কমান্ড থেকে এন্টিভাইরাস ইন্সটল এবং পরে আপডেট দিতে হবে।
পুরো কম্পিউটার স্ক্যান করুন। স্ক্যান শেষ হবার আগে কোন ড্রাইভ ওপেন করবেন না।
যদি অন্য কোন ভার্সন ইন্সটল দিয়ে থাকেন তবে আবার পছন্দের উইন্ডোজ ভার্সন আবার ইন্সটল দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।