প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। তুমি নির্বাসনে থাকো।
আমার মনটাও তাই নিবার্সনে থাকে।
এই ফাঁপা দেহ নিয়ে আমি কদিন বাচিঁ বলো।
পায়ের সাথে মাথার যেমন সর্ম্পক
তোমার সাথে আমার তেমন।
পায়ের পাতায় আঘাত লাগলে যেমন মাথায় অনুরণিত হয়
তোমার কিছু হলে আামি টের পাই
এমনকি তুমি যদি না খেয়ে থাকো মেঘেরা আমাকে বলে যায়
তোমার দেহের প্রেসার কতটুকু বাড়লো না কমলো
আমি টের পাই।
কেমন যাদু দেখো!
প্রেম তাহলে যাদু ?
বিনাতারে আগুন জ্বলে, অনলহীন দেহে পোড়ে
ময়ূরের মতোন পেখম মেলে নাচে, আর অমনি কামনা প্রসমিত হয়
ভেতরে জরায়ূতে জাইগোট সৃষ্টি হয়।
তোমাকে নির্বাসনে রেখে ভালো নেই
সর্বদা তোমার সঙ্গে মিশে থাকি,আর অনলহীন অনলে পুড়ি।
২২.০৭.২০১৩ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।