তোমার নিশুতি রাতের চকচকে জোৎন্সার হাতছানির পিছুটান তোমার উন্মাতাল রহস্যের নিবিড় স্বপ্ন বুননের আবেদন আমার সারাদিনের ক্লান্তির সময়গুলোকে ডুবিয়ে দেয় চিরতরে। ভরাদুপুরে তোমার অনাবিল অকারন অভিমানের খুনসুটি আমার চোখে জল আনার,আমার মনকে বিধ্বস্ত করবার সীমাহীন কৌশল আমাকে কৃষ্ণচূড়া ফুলের মত হাসির জোয়ারে ভাসায়। একটা মিষ্টি মেয়ে বসন্তকে চিরসবুজ করতে এসেছিল সবুজের নতুন কুড়ি ফুটিয়ে নিশুতিতে এসেছিল আবার অভিমানিনীর মত নিশুথিতে হারিয়ে গেছে। একটা মন খারাপ মেয়ে একটা কষ্ট দেওয়া মেয়ে চির সৌরভে উচ্ছসিত ,মনের ঘরে বন্ধুত্বের ফাগুন লাগিয়েছে নিশিআঁধারে আবার পরম যতনে পরম মায়ায় অবিরত চোখের জলে ভাসিয়েছে। নিপুন হাতে গড়া কদিনের বিমুদ্ধ সুমোহিত আত্নবন্চনা কিংবাঝড়াপাতার বসন্তবিলাস কিংবা নিশিতে হুতোম পেঁচার ডাক আমায় পলাশের কথা আমায় শিমুলের কথা আমায় নিশুথির নিশির স্মৃতিচারন রোমন্থন করিয়ে দেয়।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।