কর্ম ক্ষমাহীন ৬ জুলাই, রাত ৯.৩৫। সারাদিনের কাজ শেষ করে বাসায় ফেরার পালা। বাসায় ফেরার পুর্বে নাসিরাবাদ কলেজিয়েট স্কুল ময়মনসিংহ, এর সামনে রেললাইন সংলগ্ন চায়ের দোকানে চা খাব। রেললাইনের পার্শ্বে জেলা স্কূলের হোষ্টেলের দেয়াল সংলগ্ন বাঁশের দোকানের ফেলে রাখা বাঁশ ও রেললাইনের উপর অনেক লোক বসে আছে। এটা অবশ্য প্রতিদিনের দৃশ্য।
এখানে দলমত নির্বিশেষে আড্ডা হয়। চায়ের অর্ডার দিব-এমন সময় দেখলাম হঠাৎ আমার সামনে বসে থাকা লোকটি দৌড় দিল। থতমত খেয়ে মেইন রোডের দিকে তাকিয়ে দেখি বেশ কয়েক জন পুলিশ এগিয়ে আসছে। কি করব, কি করব ভাবতে ভাবতে একটু দ্রুত গতিতে এগিয়ে গেলাম মটর সাইকেলের দিকে। ইতোমধ্যে আশেপাশের সবাই সানকিপাড়া বাজারের দিকে দৌড় শুরু করেছে।
আমিও গাড়ী স্টার্ট দিলাম। তারপর.............দৌড়.....দৌড়ের মধ্যেই শুনলাম পিটুনির শব্দ। কিন্তু কেন? সেটা বুঝলাম না। আসলাম আর ভাবলাম-আমি কেন দৌড়ালাম? একটি গণতান্ত্রীক রাষ্ট্রে পুলিশ কি ইচ্ছা করলেই আমাকে দৌড়াতে পারে। আমার এ প্রশ্নের উত্তর দিবে কে? আওয়ামীলীগ-না বিএনপি? ? ? ? ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।