সম্প্রতি অর্থমন্ত্রী তার এক বক্তৃতায় বলেছেন, "কোন রকম সমস্যা না হলে সরকার অবশ্য্ই কক্রবাজারে গভীর সমুদ্রবন্দর স্থাপন করবে!!!!!" খবরটি টিভিতে দেখেই চিন্তা করছিলাম একটি ব্লগ লিখব, কিন্তু একটু দেরী হয়ে গেল। এখানে ব্লগটি লেখার কারণ হচ্ছে এখানে যুবকদের আড্ডাটা বেশী। আমরা যারা উপারে যাওয়ার জন্য দিন গুনছি, তারা শুধু তোমাদের জানাতেই পারি, এর বেশী কিছু করার সামর্থ এবং শক্তি কোনটাই আমাদের নেই। শুধু এটুকুই বলব, "বাবারা, দেশটা দেখে রাখিস্।" সরকারের মানুষগুলাও তো আমাদেরই, কিন্তু তাদের কোন ভূল সিদ্ধান্ত নিতে দেখার পরও চুপ করে থাকাটা অনেক বড় ধ্বংসের কারণ হতে পারে। এখন এই সিদ্ধান্তে ধ্বংসের কারণটা বলছি....... "আমাদের কক্রবাজার সমুদ্রসৈকত প্রাকৃতিকভাবে এতটাই সুরক্ষতি যে এর প্রায় ৮০ কিলোমিটারের ভেতর বড় কোন যুদ্ধজাহাজ প্রবেশ করতে পারেনা। এমতাবস্থায় যদি সরকার একটি গভীর সমুদ্রবন্দর স্থাপন করে তাহলে এটাকে খাল কেটে কুমির আনা ছাড়া আর কিইবা বলা যেতে পারে? আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমাদের এরকম সিদ্ধান্ত নেয়ার পেছনে কারণটা কি? এ থেকে কি আমাদের দেশ কোনভাবে লাভবান হচ্ছে নাকি কোন একটি মহলকে লাভবান করতেই আমাদের সরকার ব্যতিব্যাস্ত????? যদি কোন একটি মহল এর জায়গায় খোদ গুরু আমেরিকার কথা ধরে নিই তবে হিসেবটা অনেকটাই পরিস্কার হয়ে আসে!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।