বর্তমানে কম্বোডিয়ার সিয়াম রিপ নগরীর সাড়ে পাঁচ কিঃমিঃ উত্তরে এঙ্কোর ভাট প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি অবস্থিত। এটি সম্প্রতি এক দশক ব্যাপি সংস্কারের পর খুলে দেয়া হয়েছে। খেমার স্থাপত্য নিদর্শনের সর্বোচ্চ উন্নতির যুগে দ্বাদশ শতাব্দিতে এর নির্মান কাজ শুরু হয়,পরবর্তীতে ধাপে ধাপে এর ষোড়শ শতাব্দি পর্যন্ত এর কাজ চলে।
উনিশ শতকের গোঁড়ার দিকে ফরাসী প্রত্নতত্ত্ববিদ অঁরি মত এর বিস্তারিত জন সমক্ষে তুলে ধরেন।
দ্বাদশ শতকে রাজা সূর্যবর্মন ২য় (১১১৩খ্রীঃ-১১৫০খ্রীঃ)এর জন্য এ মন্দির নির্মিত হয়।
এঙ্কোর মানে সংস্কৃত নকর বা নগর আর ভাট মানে মন্দির,তাই এর মানে হলো মন্দিরের শহর। এটিই একমাত্র মন্দির যা প্রথমে হিন্দু দেবতা বিষ্ণু কে উতসর্গ করা হয়,পরবর্তীতে বূদ্ধকে উতসর্গ করা হয়। এটি পৃথিবীর প্রত্নতাত্ত্বিক ইতিহাসের এক অমুল্য সম্পদ।
এঞ্জেলিনা জোলি অভিনিত লারা ক্রফট টুম্ব রেইডারে এর বিবরন আছে।
রাজা সূর্যবর্মন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।