সকল কে হরতাল এর শুভেছা।
অনেক দিন পর ঢাকার রাস্তার চেহারা দেখে আমি অভিভুত। ঢাকার রাস্তায় কোথাও একুটু ও জ়্যাম নাই। সুন্দর করে সারিবদ্দভাবে রিক্সা চলছে রাস্তায়। সাইকেল চলছে।
কি সুন্দর। কি সুন্দর। নাই কালো ধোয়া। নাই হাইড্রলিক হর্ণ এর বিকট শব্দ। যত ই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি, আর ভাবছি আহা, প্রতিদিন এমন হরতাল থাকলে কত ই না ভাল হইতো.।
যেখানে প্রতিদিন বাসা থেকে অফিসে আসতে সময় লাগে সোয়া এক ঘন্টা থেকে আনলিমিটেড টাইম সেখানে আজ অফিস এ আসতে সময় লাগল মাত্র ১২ মিনিট!!!
তাই হরতাল নিয়ে ভাবতে শুরু করলাম আবার। একদম নতুন করে।
ভেবে ডেখলাম সত্যি হরতাল হলে এদেশের জন্য অ নে ক শুবিধাঃ
১। রাস্তায় যানবাহন থাকে না। সুতরাং চলাচলে সুবিধা।
২। রাস্তায় যানবাহন কম তাই এটা পরিবেশ বান্ধব।
৩। রাস্তায় যানবাহন কম তাই শব্দদুশন কম।
৪।
রাস্তায় যানবাহন কম তাই এক্সিডেন্টের ভয় কম।
৫। রাস্তায় যান্ত্রিক যানবাহন কম তাই তেল ও গ্যাস কম খরচ কম।
৬। যানবাহন এর তেল ও গ্যাস কম লাগে তাই আমাদের খনিজ পদার্থ সংরক্ষনে বিশেষ ভুমিকা রাখতে পারে।
৭। এই ষতেল ও গ্যাস আমরা বিদেশী বন্ধুদের (?) কাছে বিক্রি করে অনেক অনেক টাকা দেশের জন্য নিয়ে আসতে পারি।
৮। রিক্সা ও সাইকেল কারখানা নিরমান করতে পারি।
৯।
প্রত্তেকে সাইকেম চালনা শিখতে পারি।
১০। সাইকেল চালিয়ে আমাদের ডাইবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে পারি, তথা দিরঘায়ু হতে পারি।
এছারা আর অনেক অনেক সুবিধা ভগ করতে পারি আমরা এই হরতাল থেকে। তাই এদেশের সকল বিরোধীদলের কাছে আমার এবং আমাদের সকলের একান্ত অনুরোধ দেশ ও জাতীর উন্নয়নে আরো ঘন ঘন হরতাল ডাকা হউক।
প্লিজ আপনারা বসে থাকবেন না। হরতাল ডাকুন। ডাকুন । হরতাল ডাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।