আমাদের কথা খুঁজে নিন

   

নকিয়ার পর কিউট এখন ডিজিয়া অধীনে

খালি পড়ি আর কমেন্ট করি। ◯ কিউট ফ্রেমওয়ার্ক সম্পর্কে আশা করি অনেকেই জানেন। কিউট হল প্রথম ট্রলটেকের তৈরী ক্রসপ্লাটফর্ম ফ্রেমওয়ার্ক যা দিয়ে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, সিম্বিয়ান, অ্যান্ড্রয়েড, মিগো ইত্যাদি প্লাটফর্মের জন্য অ্যাপলিকেশন তৈরী করা যায়। ▶ ২০০৮ সালে নকিয়া ১৫৩ মিলিয়ন ডলারে কিউট ফ্রেমওয়ার্ক কিনে নেয় নরওয়ের ছোট্ট কোম্পানি ট্রলটেকের কাছ থেকে। কিউটের দুই ধরনের লাইসেন্স আছে।

একটা হল ওপেনসোর্স লাইসেন্স ও আরেকটি কমার্শিয়াল লাইসেন্স। ওপোনসোর্স লাইসেন্সের অধীনে ফ্রিতে কিউট অ্যাপলিকেশন তৈরী ও ডিস্ট্রিবিউট করা যায়। তবে "কমারশিয়াল-অনলি" নামে কোন ফিচার কিউটে রাখা হয়নি বলা হয়। ▶ ২০১১ সালের ফেব্রুয়ারীতে নকিয়া বহুল প্রচলিত সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের ইতি ঘোষণা করে এবং মাইক্রোসফটের সাথে চুক্তিবদ্ধ হয়ে লুমিয়া সিরিজের উইন্ডোজ চালিত ফোন তৈরী শুরু করে। ▶ ২০১১ এর মার্চের দিকে নকিয়া ঘোষনা করে যে কিউটের কমার্শিয়াল লাইসেন্সিং, বিজনেস সার্ভিস সহ সবকিছু ফিনল্যান্ডের মোবাইল ও সফটওয়্যার কোম্পানি ডিজিয়া'র কাছে হস্তান্ত করবে।

(কিউট ব্লগের লিংক) ▶ ২০১২ সালের ৯ আগস্ট (গতকাল) ডিজিয়া ঘোষণা করে তারা কমার্শিয়াল লাইসেন্সিং এর পাশাপাশি সম্পূর্ণ কিউট সফটওয়্যার কিনে নিচ্ছে। তবে কত মূল্যে কেনা হয়েছে তা জানা না গেলেও টেকক্রাঞ্চ বলছে সেটা সেই ১৫৩মিলিয়ন ডলারের একটা অংশ মানে আরও বেশ কম মূল্যেই ডিজিয়া কিনে নিয়েছে। ▶ মালিকানা বদলের কারণে কিউট কমার্শিয়াল এডিশনের সবকিছু কিউট.নকিয়া.কম এর বদলে কিউট.ডিজিয়া.কম-এ পাওয়া যাবে। আর ওপেনসোর্স সকল কার্যক্রম চলবে কিউট-প্রোজেক্ট.অর্গ-এ। ◯ কেডিই ও কিউট নিয়ে কিছু কথা বিখ্যাত ডেস্কটপ এনভায়রনমেন্ট কেডিই'র কথা সবাই জানেন।

লিনাক্স বেজড ওএসের পাশাপাশি এখন উইন্ডোজেও কেডিই পোর্ট করা হয়েছে। কেডিই সফটওয়্যার বেশ ভালমতই কিউটের ওপর নির্ভরশীল। কিউট ডিজিয়ার কাছে বিক্রী হয়ে যাওয়ায় কেডিই'র ভবিষ্যত নিয়ে চিন্তা করছেন অনেকেই (আমিও)। ডিজিয়া যদি কিউটকে পুরো কমার্শিয়াল করে ফেলে তাহলে হয়ত কেডিই আর কোন রিলিজ বের করতে পারবেনা। তবে কেডিই সফটওয়্যার যেহেতু ফ্রি লাইসেন্সের অধীনে বের হয় তাই কিউট প্রোজেক্ট সবসময় চেষ্টা করবে যেন কিউটের অপেনসোর্স ও কমার্শিয়াল অংশের মাঝে ফিচারের তারতম্য না থাকে।

সেই সাথে চুক্তি অনুযায়ী ডিজিয়া কিউটের কোন অংশ আন-ফ্রী বা ক্লোজড-সোর্স করতে পারবেনা। আশা করা যায় যে কেডিই আর কিউট প্রোজেক্ট মিলে কিউটকে ফ্রি ব্যবহারের জন্য বাধ্য রাখবে। ◯ কিউটের ডেভলপমেন্ট নকিয়া চার বছরে কিউটের অনেক ডেভলপ করেছে। সর্বশেষ 4.8.4 ভার্শন রিলিজ দেয় এবং মাল্টি টাচ, কিউএমএল, কিউট কুইক, থ্রেডেড ওপেনজিএল ও এইচটিটিপি মডিউল যোগ করে। বর্তমানে কিউট ৫ এর কাজ চলছে।

এবং একই সাথে কেডিই ডেভলপমেন্ট এপিআই ভার্শন ৫ এর কাজও চলছে। ডিজিয়ার মতে, কিউটের ডেভলপমেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ৮ এর জন্য কিউট ডেভলপ করা। ◯ ব্যাক্তিগত মতামত কিউটের মালিকানা পরিবর্তনে আমি বেশ খুশি। কেননা মাইক্রোসফটের সাথে নকিয়া যোগ দেওয়ায় নকিয়ার পরিণতি যে শুভ হবেনা তা বোঝাই যাচ্ছিল। তার উপর স্মার্টফোন বিক্রির দিক দিয়ে নকিয়া যেভাবে মার খেল তাতে কোম্পানি না দেউলিয়া হয়ে যায়! সেদিক দিয়ে কিউটের ভবিষ্যত উজ্জল হবে আশা করছি।

◯ লিংকস ▶ Digia to acquire Qt from Nokia (ডিজিয়ার অফিশিয়াল ব্লগ) ▶ The Nokia Asset Offload Continues: Qt Assets Go To Digia For ‘Fraction’ Of $150M Nokia Paid For It (টেকক্রাঞ্চ রিপোর্ট) ▶ Digia extends Its commitment to Qt with plans to acquire full Qt software technology and business From Nokia (কিউটের অফিশিয়াল ব্লগ) ▶ KDE: Rely on Qt, protect Qt's freedom, contribute to it (কেডিইর অফিশিয়াল নিউজ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.