আজ থেকে দুদিনের সন্ত্রাস শুরু এর পর শুক্র শনি বিরতি ফের তৌহীদি জনতার সন্ত্রাস। আমার মনে পড়েনা কথাও শুনে ছিলাম যে ইসলাম কে প্রতিষ্ঠার জন্নে অনইস্লামিক পন্থা ব্যাবহার বৈধ। আচ্ছা তৌহীদি জনতা মানে কি? তৌহীদ মানে হল একত্ববাদ আর তৌহীদি জনতার অর্থ দাড়ায় একত্ববাদে বিশ্বাসী জনতা কিন্তু দেখা যায় এই সব তৌহীদি জনতার মিছিলে মিটিঙে সন্ত্রাসে মাদ্রাসার শিক্ষক ও কচিকাচা ছাত্র বাদে অন্ন কোন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেনা, তাহলে তৌহীদি জনতা শব্দটি কি শুধুই বাগাড়ম্বর আলঙ্কারিক? সংবিধান যখন ধর্ম নিরপেক্ষ ছিল তখন কি এই দেশের মানুষ নামাজ রোজা হজ বড় দিন পুজা পালন করেনি? মানুসের ধর্ম পালনে কি বাধা ছিল? আর রাষ্ট্র ধর্ম থাকায় কি লাভ হচ্ছে? রাষ্ট্র ধর্ম থাকা আর না থাকায় লাভ লোকসান টা কি? তৌহীদি জনতা ও রাষ্ট্র ধর্ম থাকার লাভ লোকসান এই সবই হলও রূপকথা ফানুস বাগাড়ম্বর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।