আমাদের কথা খুঁজে নিন

   

পিপাসিত মন

ভালবাস সবাই ভালবাসাকে আমি লিখি নাই-লিখি নাই সখা কোন সংগ্রামী মানুষের কাব্য, সময় কোথায় ? সেই কর্মকার-চর্মকার-মেথরের কথা ভাববো। যা চেয়েছি তা পেয়েছি, ভাবিনি কখনো কিছু হারাবো। আমি রবি নই-নই কোন নজরুল, নই সুকান্ত আমি-আমি নই শামসুল। আমি আমার মাঝে আমাকে হারিয়ে মৃত্যুকে ভয়ে বেঁচে থাকতে হয়েছি মশগুল। আমি পড়ি নাই সখা সেসব বিখ্যাত কাব্য, উপন্যাস-গল্প যা মানুষের উপজীব্য। পিপাসিত মন অর্থে,উপরে উঠেছি বহু ভাবিনি নিচে কভু অনাহারী দেখবো। অবহেলিত ওরা আমাদেরই কাছে সভ্যতার এ যুগে যারা আজ সভ্য। চেয়েছিনু সুখী হব সুখ-ই ঘৃণা করে আমাকে, ঘুমঘোরে মনে পড়ে আজও সখা তোমাকে। তাই চিত্ত বিকশিত হল অবশেষে নিপীড়িত ঐসব মানুষগুলো দেখে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.