আমাদের কথা খুঁজে নিন

   

হতে হতে নিঃস্ব

চিন্তা-চেতনা আহমদ সেলিম রেজা হতে হতে নিঃস্ব কতটা নিঃস্ব হলে তুমি তাকে নিঃস্ব বলো নিরব হতে হতে কতটা নিরব হলে তুমি তাকে বোবা বলো হতে হতে নতজানু কতটা নূজ্য হলে তুমি তাকে তোমার বলো বিলীন হতে হতে কতটা লীন হলে তুমি তাকে প্রেম বলো আর কতটা ভালোবাসলেই বা তোমাতে লীন হওয়া যায় বলো সিনায় সিনায় যে পাঠ তুমি দিবে সেই বর্ণমালা আমি শিখে নিবো। #

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।