আমাদের কথা খুঁজে নিন

   

সবজান্তা শমসের



সবজান্তা শমসের ............................... সবজান্তা শমসের ছিলো একদা এক পৃথিবীর সবকিছু ছিলো তার জানা__ পৃথিবীর নদী কত আর কতটি লেক, কতগুলো মানুষ আছে পাখির ছানা। পৃথিবীর ভিতরে আছে যত খেলোয়াড়, সবার নাম হার হ্যাপজো আছে __ কতকোটি মিটি মিটি আকাশ তারার, মানুষ নগ্ন থাকে কোন মহাদেশে। শমসেরের বাবা কিন্তু ক্ষুদে দফাদার শহরেতে এসে বলে দারোগা আবার কখনো বলে আবার বড় ডাক্তার কখনো বলে আবার হেড় মাস্টার একদিন দফাদার এলো শহরে গুমুড় ভেঙে গেলো এলাকা ভরে। শমসের কিনতু এখন কঠিন বেকার অবশ্য চালায় একটা প্রাইভেট কার বিসিএসে তিনবার খেয়েছে ধরা পিলিতেও অসে নাই ঘাটের মরা শমসের এখন আর কিছু বোঝেনা আকাশেতে কতটি পাখির ছানা শমসের আমার সাথে ছিলো এক বছর তাতেই বুঝেছি তার জ্ঞানের বহর শমসের আমায় এখন সালাম ঠোকে জ্ঞান তার খেয়ে গেছে কৃষ্ণজোঁকে অথচ শমসের ছিলো গালভরা কথা এখন সে বোঝে কিনুত ইয়ের মাথা। ০৯.১১.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.