আমাদের কথা খুঁজে নিন

   

অধৈর্য আওয়ামিলিগ।

ক্ষমতা ছাড়তে কে চায়। ক্ষমতা ধরে রাখতে চায় সবাই । এই চাওয়াটা অন্যায় নয়। কিন্তু ক্ষমতা ধরে রাখার জন্য ক্ষমতার অপব্যবহার অন্যায়। কেয়ারটেকার সরকার বিষয়ে আদালত আংশিক রায় দিয়েচে ।

সম্পুর্ন রায়ের জন্য অপেক্ষা না করেই সংবিধান থেকে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাদ দিয়েছে শেখ হাসিনার সরকার । এটা জোর যার রাজ্য তার প্রবাদ বাক্যের বাস্তব প্রয়োগ। শেখ হাসিনা সরকার এখন নির্বাচন মুখি। একথা জোর দিয়েই বলা যায়। ভাল করে দেশ চালালে জনগন আবারও শেখ হাসিনার আওয়ামিলিগকেই জয়ি করবে।

সংবিধান সংশোধন করে জতই ভাল সংবিধান বানানো হক না কেন ভাল করে দেশ চালাতে না পারলে জনগন মুখ ফিরিয়ে নেবে। ভাল সংবিধান ক্ষমতা থাকার নিশ্চয়তা দেয় না। জন সন্তুষ্টিই ক্ষমতায় থাকর এবং যাবার একমাত্র সরল পথ। সরল পথে হাটতে রাজি নয় বর্তমান সরকার . মনে হচ্চে ক্ষমতা ধরে রাখার জন্য জন সমর্তনের দরকার নেই । শুদু সংবিধানের সমর্থন পেলেই শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে পারবে।

তাই আদালতের সম্পুর্ণ রায়ের অপেক্ষা না করেই তাড়াহুড়ো করে কেয়ারটেকার সরকার ব্যবস্তা বাদ দিয়েচে সরকার। এটা এক প্রকার আদালত অবমাননাও বটে। অতচ আদালতের দোহাই দিয়েই কেয়ারটেকার সরকার ব্যবস্তা সংবিধান থেকে গায়ের যোরে বাদ দিয়েচে এই সরকার। তাই এ কথা পরিষ্কার করেই বলা যায়। নাগরিগদের মঙ্গলের জন্য এই পরিবর্তন নয়।

দলিয় প্রয়োজনেই কেয়ারটেকার সরকার ব্যবস্তা বাদ দেওয়া হয়েছে। শেখ হাসিনা ভুলে গেছেন যে সবুরে মেওয়া ফলে তাড়াহুড়োয় নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।