আমার চোখে বর্তমান... খুব একটা অসম্ভব ব্যস্ততার মধ্যে আছি। কাল সারারাত আমরা ৪ জন মিলে কাজ করলাম একটা জরুরী প্রজেক্টে। অবস্থা হালুয়া টাইপের। এমনই চলছে গত প্রায় পুরো সপ্তাহ।
এরই মাঝে একটি ইন্টারেস্টিং সেমিনার হলো আমাদের অফিসে।
বিষয় হচ্ছে কনসেপ্ট বিল্ডিং ও ইউজাবিলিটি ডিজাইন। আমার পুরাতন সহকর্মী ও বন্ধু রায়ান ভাই ছিলেন বক্তা হিসেবে। আমাদেরই কয়েকজন সহকর্মী ছিল পার্টিসিপেন্ট। খুব চমৎকার একটা সেসন হলো। রায়ান ভাইকে অনেক ধন্যবাদ ও কৃতগ্গতা (বানান ভুল, সরি)।
আমরা আশা করছি, এমন সেশন প্রতি উইকেই আমরা করতে পারব। খুব টায়ার্ড আর উদাস লাগছে এখন। একটা গান হলে ভাল হয়।
বধু কোন আলো লাগল চোখে...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।