মেন্টাল উন্ডস নট হিলিং লাইফ'স আ বিটার শেইম আই এম গোইং অফ দ্যা রেইলস অন আ ক্রেজি ট্রেইন !! ফেসবুক-ব্লগের গন্ডী ছড়িয়ে জাতীয়ভাবে গুগোল বাংলা অনুবাদ নিয়ে ফান করা হলো। আজকে প্রথম আলোর রসালোতে পূর্ন পৃষ্ঠা জুড়ে গুগোল ট্রানস্লেটরের খারাপ দিক গুলাই তুলে ধরা হয়েছে। আরো "মজা" করতে গুগল ট্রানস্লেটরের লিংক দেয়া হলেও কিভাবে বাংলা অনুবাদকে সমৃদ্ধ করা যায় এ নিয়ে সঠিক কোনো দিক নির্দেশনা দেয়া নাই। সুতরাং বিশাল এক জনতার সামনে গুগোলের এই প্রোডাক্টকে মূলত হাস্যস্পদে পরিনত করা হলো। পর্যাপ্ত ডাটাসেট না থাকায় বাংলা অনুবাদ নিয়ে এখন সবাই হাসাহাসি করছি। কিংবা গুগোল এর অনুবাদ করা বাংলা দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছি। সবাই এই মজা করার সাথে সাথে যদি একটু কষ্ট স্বীকার করি তাহলে খুব সহজেই গুগোল এর এই ট্রান্সলেশন প্রজেক্ট এ অবদান রাখতে পারি । আমাদের সবার একটু চেষ্টার ফলে বাংলা অনুবাদক আলফা থেকে বেটা ভার্সন হিসেবে চলে আসবে । নিচের ২টা লিংকে আসুন দেখে নেই আমরা কিভাবে অবদান রাখতে পারি । ← Welcome “Hello World” to my website গুগল বাংলা অনুবাদে যেভাবে আমরা অবদান রাখতে পারি → সমৃদ্ধ করি গুগোল বাংলা অনুবাদক গুগল বাংলা অনুবাদে যেভাবে আমরা অবদান রাখতে পারি প্রথমআলোর লিংক: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।