আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণীজন্মের প্রস্তাবনা

বাঙলা কবিতা প্রাণীজন্মের প্রস্তাবনা ======= পৃথিবীতে কোনওদিন আসে নাই প্রাণী কিংবা উদ্ভিজ্জীবন; কোনও পাখি, প্রজাপতি, পুষ্প-কম্পন, বাতাসের মাতামাতি, স্রোতের সুরেলা গীত কখনও বাজেনি; কোনও সত্য-দৃশ্যের ভেতরে, কোনও অনুপলে, এইসব ঘটেনি কখনও, যাকে তুমি স্মৃতি ভেবে, ইতিহাস ভেবে, লিখে রাখো, রেক্সিনে বাঁধাই করা নোটবুকে___ কোনওদিন উদ্ধৃতি-যোগ্যতা পাবে, এইসব কথা ভেবে নিয়ে... হয়তো স্বপ্নের মধ্যে দেখেছিলে, মায়াবিভ্রমের মত এইসব লঘু ভ্রান্তিক্ষণ; আমাদের প্রকৃত জীবন___ এখনও আসেনি এই পৃথিবী নামক গ্রহে, শুধু তার আসবার মৃদু আয়োজন__ সংঘটিত হতে থাকে আমাদের সত্তা আর চিন্তার ভেতরে। তোমাদের দূরে ও অদূরে বসে কোনও আনন্দের কথা, বিষাদের নীল কোনও সুর, কোনওদিনও গেয়ে উঠি নাই; তবুও আমার গান তোমাদের শ্রবণে শ্রবণে বাজে, স্মৃতি-ভবিষ্যের মধ্যে এই সেই আগামী যুগের গান, খসড়াপ্রবণ। ভেবে দ্যাখো, আমাদের জন্ম হবে, দেখা হবে; বহু বহু ঘটনার মধ্যে হবে অবগাহনের মত আমাদের সময়ের স্নিগ্ধ বর্ষণ। এতোকাল কেটে গেল, বারবার, শুধু তার রিহার্সেল; জীবনের মত এই অনুষ্ঠান__ এ মিথ্যার অবসান হবে যে কখন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.