জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com কথাটা বিশ্বাস করিসনি কোনদিন। অথচ পথ ফুরোলেই নদী।
সেই কবে আমরা এক্কা দোক্কা খেলতাম।
পুতুল খেলার বয়সী সময় এখন পলাতক আমাদের করিডোর থেকে। বাড়ীর পিছনের ঝোপে বনজ উন্মাদনার দিন সত্যিই ফুড়িয়ে গেলো; যেমন উধাও হয়ে গেলো চাতালের ঠিকরানো রোদে উত্তাপ নেয়া: ইলেকট্রিসিটি আমাদের উত্তাপ আর অনুত্তাপের মাপকাঠি আজকাল।
কাপড়ের পুতুল এখন মানবের আদল। কৃষ্ণাও জানতো না আমরা কোনদিন সময়ের দূরত্ব ডিঙিয়ে সেলফোন আর নেটকলে ব্যস্ত হবো। আমাদের ভালোবাসাবাসিটুকুনই বাঁচিয়ে রাখবে এই প্রজন্মের উন্মাদ সময়কে।
চ্যাটরুমের ব্যস্ততাকে নেহাৎ-ই মেকানিক্যাল কিছু ভেবে নস্টালজিক হয়ে উঠি। আমরা কি রোবটিক হয়ে উঠছি দিন দিন: মৃত আত্মার মত: নিষ্প্রাণ; নিষ্প্রভ।
সময়ের নদীতে পলি জমে জমে চর। অথচ এই সেদিনও আমরা রাতভর কোরাস গাইতাম হাতে হাত ধরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।