আকাশ ভরা সূর্য তারা, বিশ্বভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান, বিস্ময় তাই জাগে, জাগে আমার গান। ছেলে বেলাই শুনেছিলাম যে গর গর করে মুখস্থ করে ফেলতে পারে সেই মেধাবী । কিন্তু কে জানি আমার মনের মধ্যে একটা বিশ্বাস গড়ে তুলেছিল, না পুঁথিগত বিদ্যায় কোন মুক্তি নাই । কিন্তু আজ বাংলাদেশের সব চেয়ে উচ্চ শিক্ষার আসনে দেখি সেই একই বানী "ঠাটা মুখস্ত কর, তুমিই গেইনার" । তাহলে সৃজনশীলতা কি মৃত্যু্র মুখে চলে যাওয়া অসার দেহ ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।