আমাদের কথা খুঁজে নিন

   

কচুপাতার টলটলে পানি

ব্লগে অনিয়মিত। সারাদিনই টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আবহাওয়াটাই কেমন জানি!! কিছুটা রোমান্টিক, কিছুটা অস্বস্হিকর ও বিরক্তিকর। এমনও দিনে ঘরে বসে মুভি দেখা ছাড়া আর কোন কাজই করা যায় না। সেটাইবা কতক্ষন ভালো লাগে।

পুরো সপ্তাহে ভাবি সামনের ছুটির দিনে কোথাও যাবো ছবি তুলতে কিন্তু এই দিনে কোথাও ছবি তোলার জন্য যাওয়ার কোন উপায় নাই। তাই বলে কি ছবি তোলা বন্ধ হয়ে যাবে, মোবাইলে টাকা ভরার জন্য দোকানে যাওয়ার পথে দেখলাম কয়েকটা কচু গাছের উপর পানি জমে আছে। সেই কচু গাছের ছবি তোলার অপচেষ্টা ও তার ফলাফল এই ছবি ব্লগ। ১> ২> ৩> ৪> ৫> ৬> ৭> ৮> ৯> ১০> গত সপ্তাহেও বৃষ্টিতে ঘরে আটকা থেকে বিরক্ত হয়ে একটা ফটোব্লগ দিয়েছিলাম। দেখতে চাইলে ক্লিক করুন।

বড় করে দেখতে নিচের থাম্বনীলে ক্লিক করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.