আমাদের কথা খুঁজে নিন

   

কুইংদাও ব্রিজ : সমুদ্রের ওপর পৃথিবীর দীর্ঘতম ব্রিজ

গত ৩০ জুন, ২০১১ উদ্বোধন হলো পূর্ব চীনের সানদং প্রদেশের সাথে কুইংদাওয়ের সংযোগকারী জিয়াউঝু উপসাগরের উপর নির্মিত ৪১.৫৮ কি. মি. দীর্ঘ পৃথিবীর দীর্ঘতম ব্রিজ। ২০০৭ সালের মে মাসে কাজ শুরু হওয়া ৮ লেনের এই ব্রিজটি তৈরীতে খরচ হয়েছে ২.৩ বিলিয়ন ইউ.এস. ডলার। এর আগে সমুদ্রের ওপর নির্মিত পৃথিবীর দীর্ঘতম ব্রিজটি ছিল চীনেরই হাংঝু উপসাগরের উপর নির্মিত ৩৬ কি. মি. দীর্ঘ। এখানে উল্লেখ্য সড়ক সেতু, রেল সেতু অথবা সমুদ্রের ওপর নির্মিত যেকোন সেতুর দৈর্ঘ্য বিবেচনায় পৃথিবীর ১৫টি দীর্ঘতম সেতুর ১১টিই এখন চীনে (তথ্যসূত্র : উইকিপিডিয়া )। আর বর্তমানটি সহ সমুদ্রের ওপর নির্মিত (cross-sea) দীর্ঘতম ব্রিজগুলোর মধ্যে চারটিই এখন চীনে। বিশ্ব রেকর্ড গড়া ব্রিজটি মাত্র ৪ বছরে নির্মিত হলেও এর পেছনে রয়েছে ১৭ বছরের পরিকল্পনা, ডিজাইন ও প্রস্তুতি। চীনের সাংডং গাওসু গ্রুপের ডিজাইন করা ব্রিজটি তৈরী করতে ১০,০০০ মানুষ কাজ করেছেন যাতে ৪,৫০,০০০ টন স্টীল এবং ২.৩ মিলিয়ন ঘনমিটার কংক্রিট ব্যবহার হয়েছে। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ বলছে, ৫০০০ পিলারের ওপর দাড়িয়ে থাকা ৩৫ মিটার প্রশস্তের ব্রিজটি এমন ভাবে তৈরী যে, তা শক্তিশালী ভূমিকম্প, টাইফুন এমনকি টাইফুন বা অন্য কারণে ধেয়ে আসা ৩ লক্ষ টনের জাহাজের ধাক্কাও সামলাতে পারবে। এত সুন্দর ব্রিজটি প্রতিবার পার হতে টোল লাগবে ৭.৭ ডলার বা ৫৫০ টাকার মতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.