আমাদের কথা খুঁজে নিন

   

৫ টাকার একটি নোট, একজন রিকশা চালক, আর একটি হাশরের দিন।

আজ সৃষ্টি সুখের উল্লাসে - মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি-সুখের উল্লাসে। সন্ধ্যাকাল। অফিস ফেরত আমি। প্রতিদিনের মত আজও রিকশায় উঠলাম । চালকের দিকে তাকায়নি কিংবা তাকানোর প্রয়োজন বোধ করিনি।

কিছুদুর যেতে বুজলাম কিছু একটা বলতে চায়। মধ্যবয়স্ক,কৃশকায় চালক। চোখে-মুখে ক্ষোভ। রিকশা চালাতে চালাতেই আবেগী সুরে বলে চলল,“ মামা, আপনার আগে যে ভদ্রলোক কে নামালাম-আমাকে ৫ টি টাকা দিল। অথচ ১০ টাকার ভাড়া।

এই ভাঙ্গা রাস্তায় কি কষ্টে রিকশা টানছি...অনেক সাধলাম। এত অনুনয়-বিনয়ের পরও আর ৫ টা টাকা দিল নাহ...আমার তো গতর খাটুনি দিয়া রিকশা চালাইতে হয়,আমার ইনকামে তো হারাম নাই...৫ টাকা তো আমি তার কাছে পাই...” এবার বেশ আবেগী সুরে আমার দিকে থাকিয়ে বলল,“ওই ৫ টাকা আমি হাশরের মাঠে আদায় করে নেব”। মনের ভেতর একটু ধাক্কা খেলাম। ভাবলাম নিম্নবিত্ত এই মানুষটি ক’টি ৫ টাকা অনেক খাটুনি দিয়ে আয় করে বলেই তার এত ক্ষোভ। অপরদিকে কত দরবেশবাবা-ই তো আইনকে হাতের ঘুঁটি বানিয়ে হাজার কোটি টাকা লুটে নিলো।

গণতন্ত্র আমদানি করার নামে,ধর্মভূমি কায়েমের নামে,শান্তি রক্ষার নামে,গুপ্ত হত্যার নামে কত মায়ের কোল খালি করা হলো বিধবা করা হলো কত মা কে,এতিম করা হলো কতশত আদম সন্তানকে। দেশে-দেশে মজলুম-নিপীড়িত মানুষের মিছিল বড় হচ্ছেই। আদৌ কি এসব অন্যায়ের বিচার হবে? হলে কোন আদালতে? আছেন কি এমন কোন হাকিম-বিচারক? ঊত্তর ও তো সবার জানা। আমাদের সবারই কপাল আসলে ওই রিকশা চালকের মতই। আসুন সবাই হাশর দিনের প্রহর গুণি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।