আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতে ইসলামী : নারী নেতৃত্ব

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই [জামায়াতে ইসলামী দাবী করে তারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। অথচ তাদের অনেক কার্যক্রম সরাসরি ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক (অন্তত আমার কাছে মনে হয়েছে)। সেই বিষয়গুলিই আমি তুলে আনার চেষ্টা করেছি। আশা করি এ বিষয়ে সবাই সঠিক মতামত দিবেন। ] খুব ছোটবেলা থেকেই বিভিন্নজনের কাছে বিশেষকরে জামায়াতের লোকের কাছে বা সাঈদীর ওয়াজে শুনেছি ইসলামে নারী নেতৃত্ব হারাম।

সাম্প্রতি এ বিষয়ে শিবিরের একজনের কাছে জানতে চাইলে তিনি উল্টো আমার কাছে জানতে চান কোরআনে বা হাদীসের কোথায় আছে ইসলামে নারী নেতৃত্ব হারাম?? নেট ঘেটে আর সামুর কিছু পোষ্ট থেকে এ সম্পর্কিত কিছু তথ্য নীচে তুলে দিলাম: "যখন রাসুল (সাঃ) এর কাছে খবর পৌছাল যে পারসিয়ান রা খচরুর মেয়েকে তাদের রুলার হিসাবে নির্বাচিত করেছে তখন তিনি (রাসুল (সাঃ)) বলেছিলেন যে জাতি তাদের রাষ্ট্রের কতৃত্ব একজন মহিলার হাতে দেয় তারা কখন উন্নতি করতে পারে না"। (বুখারী) ইসলামিক স্কলাররা কেন একে হারাম ফোতয়া দিয়েছে ? কারনগুলো , ক)"ইসলামে নারী নেত্রীত্ব হারাম। " ঢালাও ভাবে এই কথা ঠিক না। আসলে, ইসলামিক রাষ্ট্রে কোন নারী রাষ্ট্রপ্রধান হতে পারবে না। যেকোন দল, সংগঠনের প্রধান হতে কোন বাধা নেই কিন্তু উক্ত সংগঠনটি অবশ্যই ইসলামিক রীতির ভিতরে হতে হবে।

এই ব্যাপারে উম্মে আয়েশা (রাঃ) দৃষ্টান্ত দেখতে পারেন। খ) নারী রাষ্ট্রপ্রধান হলে তা ইসলামের পর্দা প্রথার ফান্ডামেন্টালের সাথে কনফ্লিক্ট করবে। গ) ইসলামের বিধান মতে রাষ্ট্রপ্রধান ইসলামিক রাষ্ট্রের জামাতের নামাজে ইমামতি করবে আবার নারী জামাতের নামাজে ইমামতি করতে পারবে না। নারী জামাতের নামাজে ইমামতি করতে পারবে শুধুমাত্র নারীদের জামাত যদি হয়। উপরের কথার সাথে আমি নিজের কিছু মতামত বলতে চাই- ইসলামে কোরআনে সরাসরি ছেলেদের সোনা-রেশম ব্যবহার নিষেধ নেই কিন্তু হাদিসে রয়েছে এবং তার উপর ভিত্তি করে ইসরামী স্কলারগন ছেলেদের জন্য সোনা-রেশম ব্যবহার হারাম বলে থাকেন।

কোরআনে কোথাও নারী নেতৃত্বের বিপক্ষে বলা নেই কিন্তু পক্ষেও নেই এবং কোরআনে বলাই হয়েছে পুরুষেরা নারীর উপর কর্তৃত্বশীল। নারীদেরদেরকে অপ্রয়োজনে বাড়ীর বাহিরে যেতে নিষেধ করা হয়েছে। সেখানে সংসারের পাশাপাশি শরীয়তের সীমার মধ্যে একটি দল বা দেশ চালানো কতটুকু সম্ভব? নারী নেতৃত্বের বিষয়ে জামায়াতের বর্তমান অবস্থান কি শরীয়তের অনুশাসনকে নতুন করে অনুধাবন করে তারা মনে করছে নারী নেতৃত্ব জায়েজ নাকি নিজেদের প্রয়োজনে শরীয়তের ব্যাখ্যাকে নিজেদের মতো করে নিচ্ছে?? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.