একসময় একদল ছাত্র-ছাত্রীকে প্রশ্ন করা হ’ল,বিশ্বের সাতটি আশ্চর্যজনক বা বিস্ময়কর বস্তু কি ? তাদের লিখিত তালিকা অনুযায়ী যেগুলি বেশী ভোট পেল, তা’ হ’লঃ-
১। মিশরের পিরামিড
২। তাজমহল
৩। পানামা খাল
৪। এম্পায়ার স্টেট বিল্ডিং
৫।
গ্রান্ড ক্যানিয়ন
৬। সেন্ট পিটার্স চার্চ
৭। চীনের প্রাচীর
যখন ছাত্রদের কাছথেকে উত্তরপত্র সংগ্রহ করা হচ্ছিল,একজন ছাত্রী তখনও পর্যন্ত উত্তরপত্র জমা না দিয়ে গালে হাত দিয়ে বসে । শিক্ষক জিজ্ঞাসা করলেন-সমস্যা কি তোমার ? ছাত্রীর উত্তর-আমার মতে অনেক বিস্ময়কর বস্তু আছে,কিন্তু কোনটা ছেড়ে কোনটা লিখব,ভাবতে পারছি না । শিক্ষক বললেন,দেখি কি লিখেছ ? লিখেছে-আমার মতে সাতটি আশ্চর্যজনক বস্তু হলঃ-
১।
চোখ বা দেখা
২। কান বা শোনা
৩। ত্বক বা স্পর্শ
৪। অন্তর বা অনুভুতি
৫। হাসি
৬।
ভালবাসা
৭। জন্ম-মৃত্যু
ছাত্রীটির এই সাধারণ অথচ যথার্থ উত্তর শুনে সব্বাই তাজ্জব ও নির্বাক ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।