আমাদের কথা খুঁজে নিন

   

সিলেট কৃষি বিশ্ববিদ্যালেয় লাগাতার আন্দোলন

অর্ডিনেন্স ফর আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস’-এর একটি ধারা বাতিলের দাবিতে ছাত্রদের অব্যাহত আন্দোলনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে। ২০০৯-১০ ও ২০১০-১১ শিক্ষাবর্ষের কৃষি, মাৎস্য, কৃষি অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স—এই চারটি অনুষদের আটটি ব্যাচের কয়েক শ শিক্ষার্থী ‘অর্ডিনেন্স ফর আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস’-এর একটি ধারা বাতিলের দাবিতে ২২ জুন থেকে আন্দোলন করছেন। শিক্ষার্থীদের দাবি, প্রতি সেমিস্টারে মোট ক্রেডিটের ২০ শতাংশ নয় বরং ৪০ শতাংশ অনুত্তীর্ণ শিক্ষার্থীকে পরবর্তী সেমিস্টারে পড়ার সুযোগ দিতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ সুযোগ থাকলেও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এ সুযোগ নেই। গতকাল সকাল আটটায় আন্দোলনরত শিক্ষার্থীরা তিনটি একাডেমিক ভবন, দুটি প্রশাসনিক ভবন ও লাইব্রেরি ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

এ কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ঢুকতে পারেননি। তাই গতকালের মাৎস্য বিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা ও সব ধরনের পাঠদান বন্ধ থাকে। প্রশাসনিক কর্মকর্তারা কাজ যোগ দিতে পারেননি। আন্দোলনরত শিক্ষার্থীরা কয়েকটি ভাগে ভাগ হয়ে প্রতিটি একাডেমিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.