সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা এই মহাবিশ্বের ভাগ্য গণনা করেছেন। গ্যালাক্টিক লেন্স ব্যবহার করে গবেষকরা দেখেছেন, এই মহাবিশ্ব অনন্তকাল ধরেই বিস্তৃত হতে থাকবে। খবর বিবিসি অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, মহাবিশ্বের ভাগ্য নির্ণয়ে জোর্তিবিদরা দূরের নক্ষত্র পর্যবেক্ষণ করেছেন। আর এ জন্য তারা ব্যবহার করেছেন অ্যাবেল ১৬৮৯ নামের গ্যালাক্টিক ক্লাস্টার।
ডার্ক ম্যাটার সহ এই গালাক্সি ক্লাস্টারটি গ্যালাক্টিক লেন্স হিসেবে কাজ করে।
ডার্ক এনার্জি হলো রহস্যময় এক শক্তি যা মহাবিশ্বের বিস্তৃত হবার গতিকে ত্বরান্বিত করে। আর এই ডার্ক এনার্জির বন্টন শক্তি জেনেই গবেষকরা মহাবিশ্বের ভাগ্য বিষয়ে মন্তব্য করেছেন।
গবেষকরা আরো জানিয়েছেন, এই মহাবিশ্ব একদিন শীতল, প্রাণহীন পতিত স্থানে পরিণত হবে।
জানা গেছে, এ গবেষণা পরিচালনা করেছেন নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরির গবেষকরা।
আর গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘সায়েন্স সাময়িকীতে।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডার্ক এনাজি আমাদের মহাবিশ্বের এক তৃতীয়াংশ জুড়ে অবস্থান করছে এবং এটি আমরা দেখতে পাই না। আমরা কেবল এর অস্তিত্ব টের পাই কারণ এই ডার্ক এনার্জির জন্যই ক্রমশ বিস্তৃত হচ্ছে মহাবিশ্ব
-ন্যাশনালনিউজ
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।