আমাদের কথা খুঁজে নিন

   

পিলিজ হেলেপ প্যাও প্যাও

জীবনের সকল দগ্ধ যন্ত্রনা বেদনা কষ্ট দুখ ইত্যাদি ইত্যাদি ভুলতে ঠিক করেছি থিয়েটারে যোগ দেব মঞ্চে কাজ করব। আমি ছোটবেলা থেকে আৃ্তি করি উদিচী করেছি দীর্ঘদিন। শিল্পকলা ও উদিচীর ট্রেনিং নেয়া আছে এয়ামাচার যাত্রা করেছি শ্রুতি নাটক করেছি এর মধ্যে পদ্মা নদীর মাঝির কপিলা আর রক্তকরবীর নন্দীনি করেছি আমাকে কেউ একটা ভাল গ্রুপের নাম দেবেন? বিশেষ কারনে উদিচীতে ফেরত যেতে চাইনা। প্লিজ হেল্প।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।