আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলে বাংলা দেখার জন্য সামুর ইমেজ ভার্সন টা কাজ করতেছেনা। ব্লগ ডেভেলপার ভাই ও বোনেরা পিলিজ পিলিজ পিলিজ ....... তাড়াতাড়ি ঠিক করেন।

২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>> মোবাইল থেকে ব্লগ পড়তে খুব সমস্যা হচ্ছে। আমার হয়, সবার হয় কিনা জানিনা। আগেও পোষ্ট দিয়েছি। কোন কাজ হয়নি।

কি করলে কি হবে ??? আর এভাবে সামুর অনেক পোস্ট মিস করতাছি রে ভাই। এখন আর আগের মত চাইলেও সব পোস্ট পড়া আর কমেন্ট করা পারিনা। গত ১ মাসে মনে হয় ৩০ টা কমেন্টও করি নাই। তার কারণ মোবাইলে বাংলা দেখার জন্য সামুর ইমেজ ভার্সন টা কাজ করতেছেনা। ব্লগ ডেভেলপার ভাই ও বোনেরা পিলিজ পিলিজ পিলিজ ....... তাড়াতাড়ি ঠিক করেন।

জাতি জানতে চায় কবে ঠিক হবে ??? আর ঠিক না করার ইচ্ছা থাকলে নোটিশ দিয়া জানায়া দেন। ~ ফটো পাগল ~ ২৩.০৬.২০১১ - রাত ৭.৩৯ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.