ভাল পাঠক হলেও নিজে কিছু লিখতে পারি না,মনের ভাবটা তাই ঠিকমত প্রকাশ করতে পারিনা....... বাংলার আবহমান ঐতিহ্যময় বর্ষাকালের কল্যাণে বঙ্গসন্তানেরা ২০১৪ বিশ্বকাপের প্রাক বাছাই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে উড়ন্ত সূচনা করল। আশা করা যায় চুড়ান্ত বাছাইয়ে খেলতে পারবে বাংলাদেশ,আরেকটু আশাবাদি হইলে এবং এমন অনূকুল পরিবেশ পাইলে বলা যায় না বিশ্বকাপেই চান্স পেয়ে গেল বাংলাদেশ! বোদ্ধারা বলবেন স্বপ্ন,কিন্তু আরেকশ্রেণীর বোদ্ধারা আবার দাবি করে বসেছেন যে এই কাদাকুদার মধ্যে বাংলাদেশ ব্রাজিল আর্জেন্টিনারেও হারায়ে দিতে পারে,তো স্বপ্ন দেখতে সমস্যা কি? বাংলাদেশ খেলবে বিশ্বকাপ এইটা সবারই স্বপ্ন কিন্তু এখন কথা সেইটা না,কথা হইল এইধরণের মাঠে মেসি-তেভেজরা খেলবে ক্যামনে? দেখা যাবে যে খেলতে গিয়া পইরা আছাড় টাছাড় খায়া মেসি হাড্ডিগুড্ডি ভাইঙ্গা ফালাইল,তখন ব্যাপারটা কেমন হইয়া দাঁড়াইবো ক'ন তো? আর্জেন্টিনা আর বার্সেলোনা আবার না ক্ষতিপূরণ চাইয়া বসে! আর্জেন্টিনা যদি সত্যিই এই মাঠে খেলতে নামে আর সেইদিন যদি বৃষ্টি নামে তাইলে নাইজেরিয়া বাদ দিয়া আমাদের বঙ্গশার্দূলগুলারে নামায়া দেওয়া উচিত,বলা যায় না চামে আমরা আর্জেন্টিনারে হারাইয়া দিয়া মহা হইচইয়ের মধ্য দিয়া বাংলাদেশকে পুরো বিশ্বে চিনাইয়া দিলাম! হয়তো বা সবই স্বপ্ন,কিন্তু স্বপ্ন দেখতে তো আর মানা নেই,নাকি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।