অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... কাঠবিড়াল আর কাঠবিড়ালী যচ্ছে নেচে নেচে জামের গাছে জাম পেকেছে খাবে দু'জন মিলে, গাছের ডালে দুলে দুলে ডিগবাজিটা খায় মনের সুখে লেজ নাড়িয়ে এদিক ওদিক চায়। হঠাৎ করে শব্দ হলে লুকিয়ে পড়ে গাছে চোরা চোখে তাকিয়ে দেখে আসলো কি কেউ নিচে, মনের সুখে দু'জন মিলে খাচ্ছে লুটোপুটি কাঠবিড়ালের কাঠবিড়ালী বেজায় দুষ্টমতি,করছে ছুটাছুটি। সারাবেলা খেলা শেষে ঘরে যাবে ফিরে দু'জন মিলে ঘুমিয়ে যাবে কোলাকুলি করে, রাতের শেষে দিনের আলোয় আসবে আবার ফিরে নানা রঙের নানা খেলায় থাকবে দু'জন মেতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।