যুদ্ধাপরাধীদের বিচার চাই
ভ্যাটিকানে পোপ ইলেকশন করা হয়ে গেল, তাও আবার ভোটে। ভ্যাটিকানের চিমনী দিয়ে বের হচ্ছে সাদা ধোয়া। ফুটবল দেখার জন্য অপেক্ষা করছি। অথচ সারাদিন ধরে টিভিতে পোপ নির্বাচনের প্রোগ্রাম চলছে। এবার বলেন, এটা কি জোর করে ধর্ম গিলানো হচ্ছে না?
হাজার বছর ধরে এই পোপ নির্বাচন চলছে।
আজ পর্যন্ত কোন এশিয়ান বা কালো আফ্রিকানকে পোপ হিসাবে দেখা যায়নি। ক্যাথলিকদের যত ধরনের রাজনীতি চলে এই পোপকে ঘিরে। কত মানুষ যে গতকাল থেকে ভ্যাটিকানে দাড়িয়ে ভোটের মাধ্যমে নির্বাচিত নতুন পোপের নুরানী চেহারা দেখার জন্য দাড়িয়ে আছে, তার হিসেব নেই। বাংলাদেশে দেওয়ানবাগী পীরসাহেবের জন্য যেমন লোকজন গাছের উপর চড়ে ইউরোপীয়ান কিছু ক্যাথলিক ধর্মাম্বলী মানুষ একইভাবে দাড়িয়ে আছে আর ল্যাম্প পোষ্টের উপর উঠে বসেছে। নতুন পোপও চেহারা দেখাতে অনেক বেশি সময় নিচ্ছেন।
যেসব ধর্মযাজকদের মধ্যে ভোট চলছে তাদের মধ্যে রয়েছে
৩৩ জন ইটালিয়ান
২৩ জন আমেরিকান
৬ জন জার্মান
১১ জন এশিয়ান এবং অন্যান্য দেশের (লাতিন আমেরিকান)
১১ জন আফ্রিকান
অনেক জল্পনা কল্পনার পর দেখা গেল, ২০১৩ তে পোপ নির্বাচিত হয়েছেন লাতিন আমেরিকার আর্জেনটিনার বুয়েনেস আইরেসের মারিও বেরগিগলিও ফ্রান্সিসকুস (৭৬); সাদা পেজা মেঘের রঙ এর ঐতিহ্যবাহী পোশাকে সবার সামনে দাড়ালেন নতুন পোপ। মনে হচ্ছে আকাশ থেকে দেবতা নেমে আসছে। মানুষের ট্যাক্সের টাকায় সমগ্র পৃথিবীতে ধর্মীয় এবং রাজনৈতিক দাপট চালাচ্ছেন এসব ক্যাথলিক পোপেরা। ইউরোপীয়ানদের মতে বড় বেশি কথা বলেন বর্তমান পোপ, বিশেষ করে বিভিন্ন ধরনের সামাজিক ইস্যুতে।
ফারজানা কবীর খান (স্নিগ্ধা) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।