আমাদের কথা খুঁজে নিন

   

স্বাগতম স্টুয়ার্ট ল' !

বহু নাটকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ার সাবেক জাতীয় খেলোয়াড় স্টুয়ার্ট ল'কে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগ করেছে। বর্তমানে শ্রীলঙ্কার অন্তবর্তী কোচের পদ ছেড়ে ১ জুলাই থেকে তিনি আমাদের কোচ। অস্ট্রেলিয়ার জেমি সিডন্সের উত্তরসূরী হলেন এ অস্টেলিয়ান। এবার এমন এক জন কোচ পেলাম যাকে খেলোয়াড় হিসাবে সবাই কমবেশী চেনেন। কোচিং যদিও ভিন্ন বিষয় তারপরও আমরা ভালোটাই আশা করছি।

স্বাগতম মি. ল'। নতুন কোচ এমন এক সময় দায়িত্ব নিলেন যখন বাংলাদেশের ক্রিকেট আকাশে নতুন করে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। ভারত নামে ক্রিকেটের যে সর্বশক্তিমান ঈশ্বর আছেন তারা ১১ বছর ধরে টেস্ট খেলা বাংলাদেশকে নিজ দেশে সিরিজ খেলতে ডাকেননি। বাকী সব টেস্ট দল বাংলাদেশকে ডেকেছে। এবার আরো প্রায় এক দশক বাংলাদেশের জন্য দরজা বন্ধ থাকা নিশ্চিত করে দিয়েছে ভারত।

ভারতে খেললেই বাংলাদেশ ক্রিকেটের একেবারে আকাশে উঠে যাবে তা নয়। এটা আন্তর্জাতিক রীতির খেলাফ এবং জাতীয় মর্যাদার প্রশ্ন। তদুপরি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ম্যাচও কমে গেছে। তাই কম খেলার ভেতর দিয়ে (যা স্বাভাবিক রীতিবিরুদ্ধ) বাংলাদেশের খেলার মান বাড়াবার অসাধ্য সাধন করতে হবে কোচকে। তার জন্য আরেকটা বড় সমস্যা ক্রিকেট রাজনীতি।

এটা ঠিক মতো মোকাবেলা করার উপর নির্ভর করবে তাঁর সাফল্য। বাংলাদেশের ব্যাটিং সমস্যা, গেম প্ল্যান নিয়ে জঘন্য অবস্থার যে পটভূমি সেটাও তাঁর জন্য একটা চ্যালেঞ্জ। তারপরও আশায় বুক বাঁধলাম আমরা। গুড লাক মি. ল' ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।