কবে যাবো পাহাড়ে... কবে শাল মহুয়া কণকচাঁপার মালা দেব তাহারে.... সুরঞ্জনা লো সুরঞ্জনা তরার বাড়িত যামুনা বাড়ির পিছে কাঁটার গাছ ঝোপের ভিতরে গোখরা সাপ সকাল দুপুর খাড়য় থাহি রাইতের বেলাও চায়া থাহি একবারও তুই জানলা দিয়া বাইরে চায়া দেহস না। সুরঞ্জনা লো সুরঞ্জনা তর কলেজে যামুনা কলেজ’র সামনে খাড়য় থাহি বিয়ান বেলায় কলেজ ছুটি- তুই তো তর সই’র লগে হাইট্যা হাইট্যা চইলা যাস আমার দিকে দেহস না। সুরঞ্জনা লো সুরঞ্জনা তর লগে আর কথা নাই তুই তো বেডি দেমাগ দেহাস কথায় কথায় গোস্বা কইরা মুখ ঘুরাইয়া চইল্যা যাস। আমার দিলে কেমুন পুড়ায় এইডা তো তুই বুঝস না দিলের কথা বুঝতি, যদি মনের কথা পড়তি- এত দিনে আমার ঘরের বউই হইয়া আইতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।