শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে সানায়ের সুরে সুরে যাবে তুমি বহুদুরে
একটু পরে আসবে কাজী বসবে বিয়ের আসরে
পরকে আপন করে যখন বলবে কবুল তুমি
জেনে রেখ প্রিয়া তখন মরে যাব আমি
আমি যখন যাব মরে আমার লাশটা দাফন করে
পারবে কিগো যেতে তুমি সুখের বাসরে
ও প্রিয়ারে তুমি আছো আমার এই বুকের বাসরে। ।
আমি যখন যাব মরে কাঁদবে স্বজনে
তুমি তখন থাকবে সুখে পরের ভূবনে
আমার কথা মনে হলে সমাধীতে এসো চলে
ক.ফোটা জল ফেল তুমি আমার কবরে। ।
ও প্রিয়ারে তুমি আছো আমার এই বুকের বাসরে। ।
কলি হয়ে এসে ছিলে জীবনে আমার
পরের ঘরে ফুল হয়ে সুভাস দাও তোমার
করবোনা গো তোমায় দোষি
বলবোনা আর ভালবাসি
সব কিছু নিরবে সয়ে যাব কবরে। ।
ও প্রিয়ারে তুমি আছো আমার এই বুকের বাসরে।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।